Stack School এ একাউন্ট ক্রিয়েট করার অনেক গুলো অপশন আছে। 

 

Email: আপনি যদি ইমেইল এর মাধ্যমে একাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই লিংকে ভিসিট করুন। তারপরে আপনার ভ্যালিড নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট ক্রিয়েট করে ফেলুন। একাউন্ট সঠিক ভাবে ক্রিয়েট হয়ে গেলে আপনার ইমেইলে একটা ওয়েলকাম ইমেইল যাবে। Signup ফর্মের সাথে আপনি রেফারেন্স নামের একটা ফিল্ড দেখতে পারবেন। এখানে কে আপনাকে রেফার করেছে আমাদের সাইটে একাউন্ট ক্রিয়েট করার জন্য তার নামটা লিখে দিবেন। যেমন MR. X যদি আপনাকে আমাদের সাইটে একাউন্ট ক্রিয়েট করতে উৎসাহিত করে তাহলে রেফারেন্স সেকশনে লিখেবেন MR. X আর আপনি যদি আমাদের কে অন্যভাবে খুঁজে পান, যেমন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে খুঁজে পান তাহলে লিখবেন  Facebook or Youtube.

 

Facebook, Google & Linkedin: আমাদের সিস্টেমে OAuth2 ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি Facebook, Google বা Linkedin ব্যবহার করেও একাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমরা আপনার পাসওয়ার্ড জেনে যাব। পুরো প্রোসেসটা Facebook, Google বা Linkedin ই সম্পন্ন করে থাকে এবং আমাদের আপনার পাসওয়ার্ড জেনে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই।