Stack School হচ্ছে Stack Learner এর অফলাইন এবং অনলাইন প্রিমিয়াম ট্রেনিং প্রোগ্রাম। Stack School এর দুইটা ভিন্ন ভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে। প্রথমটি হচ্ছে প্রিরেকর্ডেড অনলাইন কোর্স আর দ্বিতীয়টি হচ্ছে লাইভ ট্রেনিং প্রোগ্রাম যাকে আমরা বুটক্যাম্প বলে থাকি।


Online Courses: Stack School এর অনলাইন কোর্স গুলো এর কোর্স সাইট থেকে এক্সেস নিয়ে দেখা যায়। যেহেতু এই গুলো প্রিরেকর্ডেড কোর্স তাই আপনি যখন খুশি তখন এই কোর্স গুলোতে এনরোল করতে পারবেন এবং দেখতে পারবেন। এই কোর্স গুলো তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড ক্লাস স্টান্ডার্ড মেইনটেইন করে। কোর্স গুলো খুবই ছোট এবং একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে ফোকাস করে তৈরি করা হয়েছে। এই ছোট কোর্স গুলোকে আমরা Chunk বলে থাকি কারণ এই গুলো সবই প্রায় বাইট সাইজ কোর্স। আমাদের কোর্স প্লাটফর্মে আপনি এই রকম অসংখ্য Chunk ফ্রি অথবা অল্প কিছু ফি এর মাধ্যমে এক্সেস নিতে পারবেন। সমস্ত কোর্সেই আপনি লাইফ টাইম এক্সেস পাবেন। তবে কোনো স্পেসিয়াল অফার থাকলে এক্সেস টাইম পরিবর্তিত হতে পারে। 


Online Bootcamps: Stack School এর ৬ টি অনলাইন বুটক্যাম্প আছে যা আপনি ঘরে বসেই এঞ্জয় করতে পারবেন। বুটক্যাম্প গুলোর সাইজ অনেক বড় এবং প্রায় প্রতিটা বুটক্যাম্পই ৬ মাস থেকে ১ বছর দীর্ঘ মেয়াদি হয়ে থাকে। বুটক্যাম্প গুলো সম্পন্ন করার জন্য এক বা একাধিক ট্রেইনার নিযুক্ত আছে। ভিন্ন ভিন্ন বিষয়ের পারদর্শী ট্রেইনার ভিন্ন ভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে থাকে। প্রতিটা ক্লাস লাইভ হয়ে থাকে। 


Offline Bootcamps: Stack School এর ৬ টি অফলাইন বুটক্যাম্প আছে যা Stack School এর অফিসে লাইভ ক্লাস নেওয়ার মাধ্যমে করানো হয়। Online Bootcamp আর Offline Bootcamp গুলোর কোর্স মডিউল এবং টাইম লেন্থ একই হয়ে থাকে। কিন্তু অফলাইন বুটক্যাম্পে জয়েন করতে আপনাকে Stack School এর অফিসে আসতে হবে।