আপনি যদি বাংলাদেশ থেকে আমাদের কোর্স পার্সেস করতে চান তাহলে আপনার ক্রেডিট কার্ড থাকলেও আমরা আপনাকে উৎসাহিত করবো আমাদের সাথে যোগাযোগ করেই কোর্স পার্সেস করার জন্য। কারণ আমাদের দেশে Stripe বা Paypal এর সাপোর্ট নেই। আমার শুধুমাত্র দেশের বাইরের শিক্ষার্থীদের জন্যই Stripe বা Paypal অপশনটা রেখে থাকি।


বাংলাদেশি হিসেবে আপনি বাংলাদেশের যে কোনো পেমেন্ট মেথড ব্যবহার করেই কোর্স ফি শোধ করতে পারবেন। আমরা যেকোনো নেট ব্যাংকিং যেমন Bkash, Rocket, Nagad বা NexusPay গ্রহণ করে থাকি। এর সাথে সাথে আপনি ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক বা ইস্টার্ন ব্যাংকের মাধ্যমেও কোর্স ফি পাঠাতে পারবেন। 


যে কোনো ধরনের কোর্স ফি পাঠানোর পূর্বে আমাদের সাথে যোগাযোগ করে নিবেন।